কুড়িগ্রামের ফুলবাড়িতে পুলিশের বিশেষ অভিযানে ৫০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
জানা গেছে, বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস সালামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কুটি চন্দ্রখানা এলাকা থেকে ৫০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ।
আটক মাদক কারবারিরা হলেন, উপজেলার কুটির চন্দ্রখানা এলাকার মৃত হায়দার আলীর ছেলে আশরাফ আলী (৫০) এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে শহীদুল ইসলাম (৪২)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ সকালে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কেকে/এএস