গাজীপুরের জয়দেবপুর স্টেশনের ঠিক আগেই একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে।
জয়দেবপুর জংশন স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী খোলা কাগজকে জানান, জয়দেবপুর স্টেশনের দিকে যাচ্ছিল একটি কমিউটার ট্রেন। স্টেশনের প্রবেশমুখের কাছাকাছি পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। এতে করে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে এবং ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দুই ও তিন নম্বর লাইনে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে প্রকৌশলী সিরাজুল ইসলামকে ফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে রেলওয়ের টেকনিক্যাল টিম পৌঁছেছে এবং উদ্ধার কাজ শুরু করেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কেকে/এআর