কুমিল্লা দেবিদ্বারে বিএনপির শোক সভায় দু'গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দু'পক্ষের অন্তত ৬ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২২জুলাই) বেলা সাড়ে ৩টায় উপজেলার ধামতী এলাকায় এ ঘটনা হয়েছে।
জানা গেছে, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে আহত ও নিহতদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করে কুমিল্লা উত্তর জেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া।
বিএনপি নেতাকর্মীরা বলছেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সীর সাথে বিরোধ রয়েছে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সীর। হঠাৎ দুই গ্রুপ একত্রিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে বাকবিতণ্ডার মধ্যে দিয়ে হয় সংঘর্ষ। এই সংঘর্ষের কারণে শোক সভাটি পণ্ড হয়ে যায়।
দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন বলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি আয়োজিত শোক সভায় রেজভিউল আহসান মুন্সীর লোকজন অতর্কিত হামলা করেছে। হামলায় দেবিদ্বার উপজেলা যুবদলের সহ-সভাপতি কাউসার ও সুলতানপুর ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক সফিকসহ কয়েকজন আহত হয়েছেন।
দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, আয়োজিত শোক সভায় আমরা ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সীর সাথে অংশগ্রহণ করার পথে আমাদের মোটরসাইকেল বহরে তারেক মুন্সির অনুসারীরা অতর্কিত হামলা করে৷ হামলায় দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জহির ও ধামতী ইউনিয়নের যুবদল কর্মী ফয়েজ আহত হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, শুনেছি ধামতী গ্রামে বিএনপির দু'গ্রুপের মারামারি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে কিন্তু কিছু পায়নি। আমরা অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
কেকে/এআর