গাজীপুরের টঙ্গীতে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশ।
রোববার (২০ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে টঙ্গীর পাগাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতার নাম খালিদ সাইফুল্লাহ সেলিম (৪৫)। তিনি গাজীপুর মহানগরীর ৪৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য পদে দায়িত্ব পালন করেছেন।
গোয়েন্দা পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে টঙ্গীর পাগাড় এলাকা থেকে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়। পরে রাতেই তাকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার বিকালে আদালতে পাঠানো হবে। তিনি সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের ঘনিষ্ঠজন হিসেবে টঙ্গীতে পরিচিত পেয়েছিলেন।
গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. ওহিদুজ্জামানের ভাষ্য, গাজীপুরের গাছা থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
কেকে/এএস