‘যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে ১০ হাজার শিক্ষার্থীর হাতে বিনামূল্যে গাছের চারা তুলে দিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস।
রোববার (২০ জুলাই) দিনব্যাপী উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ভেষজসহ নানা প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মকে সবুজ ভাবনায় উৎসাহিত করতে এ উদ্যোগ নেয় সংগঠনটি।
চারাবিতরণ অনুষ্ঠানে গ্রীন ভয়েসের লালপুর শাখার উপদেষ্টা আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, লালপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, লালপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারহানুর রহমান, গ্রীন ভয়েসের লালপুর শাখার সভাপতি সজিবুল হৃদয়, সাধারণ সম্পাদক আল আমিন ও সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে গ্রীন ভয়েস লালপুর শাখার উপদেষ্টা আব্দুল মোত্তালেব রায়হান বলেন, ‘পরিবেশ রক্ষায় আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ লাগিয়ে সেটি লালন-পালন করুক। আজ ১০ হাজার শিক্ষার্থীকে গাছের চারা দিয়েছি। আমরা ভবিষ্যৎ প্রজন্মের হাতে শুধু গাছ নয়, দায়িত্ব তুলে দিচ্ছি। এটা আমাদের সবুজ আন্দোলনের এক বড় পদক্ষেপ।
কেকে/এএস