সিলেটের ভোলাগঞ্জ থেকে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে বালুচাপায় হাবিবুর রহমান (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (১৯ জুলাই) রাত ৯টায় ভোলাগঞ্জ রোপওয়ে বাংকার নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান উপজেলার আহমেদাবাদ (কালিবাড়ি) গ্রামের আসাদ মিয়ার ছেলে। হাবিবুর রহমান দুই ছেলে ও দুই মেয়ের জনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো হাবিবুর রহমান তার সঙ্গে লোকজন নিয়ে রোপওয়ে বাংকারে গর্ত করে পাথর উত্তোলনের কাজে যান। তাদের মধ্যে হাবিবুর রহমান গর্ত থেকে পাথর উত্তোলন করতেন আর অন্যরা মাথা দিয়ে পাথর বহন করে নৌকায় নিয়ে রাখতেন। হাবিবুর রহমান গর্ত থেকে পাথর উত্তোলনের এক পর্যায়ে হঠাৎ বালু ধসে পড়ে তাকে চাপা দেয়।
এ সময় তার সঙ্গে থাকা ও আশপাশের লোকজন প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে তারা তাকে মৃত উদ্ধার করেন। পরে নিহতের স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই কোম্পানীগঞ্জে চলছে পাথর ও বালু লুটপাট। অবৈধভাবে লুটপাটের ফলে প্রতিনিয়ত এরকম মৃত্যুর মতো ঘটনা ঘটলেও এ বিষয়ে প্রশাসনের নেই কোনো জোড়ালো পদক্ষেপ।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।
কেকে/এএম