যশোরের ঝিকরগাছায় ব্র্যাকের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত সাতক্ষীরা-২ এর ঝিকরগাছা অঞ্চলের হাজেরালী ব্র্যাক অফিসের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় প্রায় ১ হাজার রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শপত্র প্রদান ও চশমা বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ব্র্যাক সংগঠনের এসপিএফ মো. হাফিজুর রহমান, সাতক্ষীরা-২ আঞ্চলিক ব্যবস্থাপক অরুন কুমার সাহা, এলাকা ব্যবস্থাপক (দাবি) এস এমন ওমর, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মাহমুদ হাসান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা হিসাব ব্যবস্থাপক শামীম হোসেন, ঝিকরগাছার মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, বিভিন্ন স্থান থেকে আগত চক্ষু চিকিৎসকগণসহ হাজেরালী ব্র্যাক অফিসের অন্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কেকে/এএস