শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি (এসএমইউসিটি) বিজনেস ক্লাব এবং ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান কর্মসূচি।
সম্প্রতি ‘রক্ত দিন, জীবন বাঁচান’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী এবং কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এসএমইউসিটি বিজনেস ক্লাবের সাধারণ সম্পাদক, রাকিবুল হাসান শাকিব, এই সফল আয়োজন সম্পর্কে বলেন, "আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা এত বড় সংখ্যক মানুষকে রক্তদানে উৎসাহিত করতে পেরেছি। রক্তদান একটি মহৎ কাজ যা অসংখ্য জীবন বাঁচাতে পারে। আমরা বিশ্বাস করি, এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যদেরও মানবতাবাদী কাজে অংশ নিতে অনুপ্রাণিত করবে।"
ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, রক্তদানের মাধ্যমে শুধু অন্যের জীবনই বাঁচানো যায় না, নিয়মিত রক্তদান শরীরের রক্ত প্রবাহ উন্নত করতে এবং নতুন, স্বাস্থ্যকর রক্তকণিকা তৈরি করতেও সহায়তা করে।
কেকে/এআর