প্রতি বছরের ন্যায় এ বছরও সরকারিভাবে ইতিহাসের ক্ষণজন্মা মহাপুরুষ জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) জন্মবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে খুলনার পাইকগাছায় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জন্মস্থান পরিদর্শন, পিসি রায়ের জীবন ও কর্মের উপর আলোকচিত্র, ভিডিও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুলনার পাইকগাছার কপোতাক্ষ নদের তীরে রাড়ুলী গ্রামের তার জন্মভিটায় খুলনা জেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায়,পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে ও এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— খুলনা বিভাগীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আকতার হোসেন, পাইকগাছা সরকারি কলেজ অধ্যক্ষ সমরেশ রায়, সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম, পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ, জেলা-উপজেলার সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় পাইকগাছার বিভিন্ন স্কুল কলেজের উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসাবে গাছের চারা বিতরণ করা হয়।
উল্লেখ্য, আচার্য পি সি রায়ই ছিলেন ভারতের প্রথম রসায়নভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের প্রতিষ্ঠাতা।
কেকে/ এমএস