রংপুরের কাউনিয়ায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শাওন মিয়া সোহাগ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শাওন মিয়া সোহাগ সাব্দী গ্রামের কাঠমিস্ত্রি আফছার আলীর ছেলে এবং আল আকসা আইডিয়াল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
শিশুটির পরিবার জানায়, শাওন মিয়া সোহাগ সবার অজান্তে বাড়ির পাশে সিংহার ডোবা দোলায় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে অসতর্কতায় হঠাৎ গভীর পানিতে পড়ে যায়। সে সাঁতার না জানায় পানিতে ডুবে মৃত্যু হয়। পরে শিশুর স্বজনরা তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে সিংহার ডোবা দোলায় তার জাল দেখে এগিয়ে এসে পানি থেকে তার মরদেহ উদ্ধার করে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ্ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
কেকে/ এমএস