ঈশ্বরদী থেকে ঢাকায় জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগদানের জন্য যাওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোস্তাফিজুর রহমান কলম (৫৫) নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ জুলাই) ভোর ৪টায় বাসে যাওয়ার পথে গাজীপুরের চান্দুরায় স্ট্রোক করলে তাকে পার্শ্ববর্তী জিরানী কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলম ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে এবং সলিমপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড জামায়াতের অফিস সেক্রেটারি ছিলেন।
জামায়াতের ঈশ্বরদী উপজেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম জানান, শুক্রবার রাত ১১টায় ঈশ্বরদী থেকে ২৫টি বাস ও ১১টি হাইচ নিয়ে ঈশ্বরদী থেকে জামায়াতের নেতাকর্মীরা রাজধানী ঢাকার সোহরাওয়ার্দীতে জাতীয় সমাবেশে যোগাদানের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে গাজীপুর চান্দুরায় পৌঁছালে ১নং বাসের আরোহী জামায়াতকর্মী মোস্তাফিজুর রহমান কলম বাসের মধ্যেই স্ট্রোক করেন। সঙ্গে সঙ্গেই তাকে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পরে সেখানে তিনি মারা যান।
পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিক জামায়াত কর্মীর মৃত্যুর ঘটনায় শোকাভিভূত পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।
কেকে/এএম