প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৪:৪৬ পিএম

ছবি : প্রতিনিধি
পটুয়াখালী বাউফলের কাশিপুর বাজারের চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী ও স্থানীয় জনগণ।
শুক্রবার (১৮ জুলাই) বিকালে বাউফল পটুয়াখালী মহাসড়কের কাশিপুর বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ওই সময় মানববন্ধনে প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে বক্তব্য রাখেন, ব্যবসায়ী হাজী মো. কাওসার মল্লিক, মো. আবুবক্কর হাওলাদার, জাকির হোসেন, ডা. মিজানুর রহমান ও হাবিবুল বষার বয়াতি। বক্তারা বলেন, পটুয়াখালী সদর ইউনিয়ন কমলাপুরের ফজলু হাওলাদারের ছেলে নজরুল ইসলাম বয়াতী ও আদু সিপাইয়ের ছেলে মোহন মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত।
৫ আগস্টের পর থেকে আদাবাড়িয়া ইউপির কাশিপুর বাজারে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবি করে। ভয়ে অনেকে চাঁদা দিয়েছে। সম্প্রতি জাকির হোসেন তাদের দাবিকৃত ২ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় তার বাড়িতে হামলা করে। ভয়ে তারা থানায় অভিযোগ দেননি। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কেকে/এএস