মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদ্যাপন উপলক্ষে প্রতীকী ম্যারাথন আয়োজন করেছে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে ম্যারথনটি জেলা প্রশাসকের কার্যালয়ের সেবা বাতায়ন থেকে শুরু হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি এবং সুপার মার্কেট মোড় (শহিদ চত্বর) অতিক্রম করে পুরাতন বাসস্ট্যান্ড (আল্লাহু চত্বর) হয়ে একই পথে সেবা বাতায়নে এসে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাসির উদ্দিন প্রমুখ।
কেকে/এএস