নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলার আসামি আওয়ামী ক্যাডার মিঠু ভুঁইয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির আহমেদ।
মিঠু ভুঁইয়া শহরের শাহসূজা রোড ভুঁইয়াপাড়ার মৃত বরজাহান ভুঁইয়ার পুত্র। সে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার (নং-০৪ (০৯) ২৪ এর এজাহারভুক্ত আসামি।
পুলিশ জানিয়েছে, সে ভুঁইয়াপাড়া এলাকার চিহিৃত সন্ত্রাসী ও আওয়ামী ক্যাডার। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পলাতক কাউন্সিলর আব্দুল করিম বাবুর ঘনিষ্ঠ সহযোগী।
এছাড়াও একই দিন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়রকে গ্রেফতারের সময় পুলিশের কাজে বাঁধা দেয়ার মামলায় আরো ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো-মৃত ইমান আলীর ছেলে সোহেল (৫০), মৃত শাহীনের ছেলে রিয়াদ হোসেন (৩০) ও মৃত সোলেমানের ছেলে তুহিন (২৭)। এরা প্রত্যেকেই পশ্চিম দেওভোগ এলএন সড়কের বাসিন্দা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির আহমেদ জানান, আওয়ামী ক্যাডার মিঠু ভুঁইয়াসহ চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। একইদিন আরো একটি অভিযানে শহরের চিহিৃত ছিনতাইকারী সানী (২৩) ও আকাশকে (২১) চারটি মোবাইলসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের পরে আদালতে পাঠানো হয়েছে।
কেকে/ এমএস