রাজশাহী নগরীতে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার সেন্টারপাড়ার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন—মো. জামাল উদ্দিন ওরফে রকি (৩৮), তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা সেন্টারপাড়ার মো. আব্দুর রহিমের ছেলেন ও মো. বায়েজীদ ইসলাম (২৫), তিনি একই থানার কাশিয়াডাঙ্গা বাগানপাড়ার মো. বাদশা মিয়ার ছেলে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর ক্রাইম অ্যান্ড অপস) মো. গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, বুধবার বিকালে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ জানতে পারেন, কাশিয়াডাঙ্গা সেন্টারপাড়ায় এক বাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণিত বাড়িতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা জব্দ করাসহ মাদক কারবারি রকি ও বায়েজীদকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কেকে/এএম