বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫,
২ শ্রাবণ ১৪৩২
বাংলা English

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
শিরোনাম: সারা দেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি আজ      আন্দোলনে উত্তাল দেশ      রণক্ষেত্র গোপালগঞ্জ, নিহত ৪      শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়      কারফিউ শুরু, থমথমে রাত গোপালগঞ্জে      গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত ৪      খুলনায় পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা      
রাজনীতি
খুলনায় পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৯:২৩ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ থেকে গাড়ি বহর নিয়ে খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ নিরাপত্তায় তাদের গাড়িবহর খুলনায় পৌঁছে দেন।

এর আগে, দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে গোপালগঞ্জে এনসিপি পদযাত্রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় রণক্ষেত্র তৈরি হয়। এসময় পুলিশ-সেনাবাহিনী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে চারজন নিহত হন। এ ছাড়া পুলিশ সাংবাদিকসহ আরও ১২ জনের আহত হওয়ার খবর পাওয়া যায়। ঘটনার পরপরই এনসিপির নেতাকর্মীদের উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ অন্য কেন্দ্রীয় নেতারা ছিলেন।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহীন বলেন, রাত সাড়ে ৯টার দিকে খুলনা প্রেসক্লাবে প্রেস ব্রিফিং করা হবে। কেন্দ্রীয় নেতারা রাতে খুলনায় থাকবেন কিনা, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার প্রতিবাদে খুলনার শিববাড়ি মোড়ে শিক্ষার্থী, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাজেদুল ইসলাম বাপ্পি বলেন, ভাইদের ওপর হামলা আমরা মেনে নেবো না। আমরা মুজিববাদীমুক্ত বাংলা গড়বো ইনশাল্লাহ।

সানজিদা আক্তার বলেন, মেয়ে হয়েও আমরা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি, আজ আমার ভাইদের ওপর হামলা করেছে আওয়ামী দোসররা, আমরা ঘরে বসে থাকতে পারি না।

শিক্ষার্থী সাইদুল ইসলাম বলেন, এটি প্রশাসনের চরম ব্যর্থতা। গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না, তবে কেন প্রশাসন নিরাপাত্তা দিতে ব্যর্থ হলো?

খুলনায় যেন কোনো অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেজন্য এখন পর্যন্ত শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান প্রত্যক্ষ করা যাচ্ছে।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  খুলনা   এনসিপি   কেন্দ্রীয় নেতারা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

১ ঘণ্টার ব্যবধানে আদাবর ও মোহাম্মদপুরে ২ জনকে হত্যা
শাস পার্টির পদত্যাগ, নতুন চাপে নেতানিয়াহু
শ্রীপুরে বহিষ্কৃত যুবদল নেতা মিন্টু আটক
৭.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র
গোপালগঞ্জে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

সর্বাধিক পঠিত

রবিউল ইসলাম নয়ন: পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের শিকার? নাকি আসলেই অপরাধী?
কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫
‘মানুষ মরলে আমার কি’
অশুভশক্তি এখনো জুলাই শহিদদের কেন্দ্র করে মিথ্যা মামলা বাণিজ্য করছে
জুলাই যোদ্ধাদের ছাড়াই জুলাই শহিদ দিবসের সভা

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close