বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচার, মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে নোয়াখালীর জেলার চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলার আলিয়া মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চাটখিল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলিম মাদ্রাসা সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ।
উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় বক্তব্য দেন—নোয়াখালী জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবু হানিফ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, বিএনপি যুগ্ন আহ্বায়ক আনিস আহমেদ হানিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আলিয়া মাদ্রাসা মাঠে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে প্রোগ্রামটি শেষ করা হয়।
কেকে/এএম