নিখোঁজের তিন দিন পর খাল থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা বাজারের দক্ষিণ পাশের খাল থেকে চাটখিল থানা পুলিশ আরিফ হোসেন (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে।
সোমবার (১৪ জুলাই) সকালে স্থানীয় লোকজন খালের পানিতে লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত কিশোর উপজেলার পূর্ব পরকোট গ্রামের পাটোয়ারীর বাাড়ির জামাল হোসেনের ছেলে।
আরিফ হোসেনের বাবা জামাল হোসেন জানান, তার ছেলে আরিফ হোসেন মানসিক প্রতিবন্ধী ছিল। গত তিন দিন থেকে সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
কেকে/এএস