রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ১০ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে যা উন্মুক্ত নিলামে ১৩ হাজার টাকায় বিক্রি হয়।
রোববার (১৩ জুলাই) বেলা ১২টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের অদুরে বাহির চর এলাকার মাছটি গফুর প্রামাণিকের জালে ধরা পরে। পরে মাছটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের হালিম আড়তদারের আড়তে উন্মুক্ত নিলামে মাছটি কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারীর সম্রাট শাজাহান।
মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান জানান, মাছটি ১ হাজার ৩শ টাকা কেজি দরে ১৩ হাজার ৩শ টাকায় মাছটি ক্রয় করেছি। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি মাছটি বিক্রি করার জন্য। তবে কেজি প্রতি ১শ টাকা লাভ পেলে মাছটি বিক্রি করে দেবো।
কেকে/এএম