শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে পত্নীতলা থানা ও নজিপুর পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকালে নজিপুর সরদারপাড়া দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন (পলি) বিশেষ অতিথির বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, রমজান আলী সরদার, নজিপুর পৌর বিএনপির আহ্বায়ক ওয়াজেদ আলী।
আরো বক্তব্য রাখেন, নজিপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, পত্নীতলা উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম সাহেব, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাইজিদ রায়হান শাহিন।
এ সময় উপস্থিত ছিলেন নজিপুর পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, নজিপুর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ জেড মিজান,পত্নীতলা উপজেলা মহিলা দলের সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম সেফাসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি দল মানুষের অন্তরে গেঁথে আছে এ দল নিয়ে অবমাননা করলে মানুষ প্রতিহত করবে প্রতিবাদ করবে ।
স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় বা কেউ যদি কোনো কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে তাহলে বাংলার জনগণ তার উচিত দাঁতভাঙা জবাব দেবে।
কেকে/এএস