বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, ১৬ বছরে আওয়ামী লীগের নির্যাতন গুম, খুন, মিথ্যা মামলায় যে হয়রানি করা হয়েছে তাদের বিচার করা হবে। যারা বিদেশে পালিয়ে গেছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। যারা এদেশের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে, তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।
শনিবার (১২ জুলাই) বিকালে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
বিগত সরকারের সমালোচনা করে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, এ দেশের মেহনতি মানুষ যারা হাড়ভাঙা পরিশ্রমের মাধ্যমে ফসল উৎপাদন করে এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের ব্যবস্থা করে তাদের সন্তানেরা লেখাপড়া শিখে কোনো চাকরি পায়নি, তারা কোনো কাজও পায়নি। অথচ আওয়ামী লীগের সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগের কর্মীদের চাকরি দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, একটি স্কুলের পিয়ন নিয়োগ দিতে গেলেও বিগত ফ্যাসিস্ট সরকারের অপদার্থ অযোগ্য লুটেরা দুর্নীতিবাজ সংসদ সদস্যরা লাখ লাখ টাকা ছাড়া নিয়োগ দেয়নি। পুলিশ প্রশাসন থেকে সমস্ত কিছু তৎকালীন সরকারের নির্দেশনায় পরিচালিত হয়েছে। তাদের পরিচালিত সরকারের আমলে কোনো বিচার ছিল না সুপ্রিমকোর্ট থেকে নিম্ন আদালত সরকারের নির্দেশনায় পরিচালিত হয়েছে। সে সময়ে বহু নিরীহ মানুষকে নির্যাতনের শিকার হতে হয়েছে। এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মীদের ধরে নিয়ে গুম, হত্যা করা হয়েছে।
তিনি জনগণের উদ্দেশে বলেন, ভোট একটা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার। বিগত ১৬ বছর এই গণতান্ত্রিক অধিকার থেকে এ দেশের মানুষ বঞ্চিত হয়েছে। আমি বিগত সময়ে শালিখা মুহাম্মদপুরের মানুষের সাথে ছিলাম ভবিষ্যতেও থাকব। আমরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করছি। আগামী নির্বাচনে আপনারা ধানের শিষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করুন।
শালিখা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ওয়াজেদ আলী সরদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী, সদস্য মোতালেব হোসেন শিকদার, অ্যাডভোকেট রোকনুজ্জামান রোকন, শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন।
এ ছাড়া মাগুরা জেলা বিএনপি, মোহাম্মদপুর উপজেলা, শালিখা উপজেলার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষকদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট।
কেকে/এএম