রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনের সড়কে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে, কুপিয়ে ও পাথর নিক্ষেপ করে নৃশংসভাবে হত্যাকাণ্ডসহ সারাদেশে খুন, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সচেতন নাগরিক ও ছাত্র জনতা।
রোববার (১৩ জুলাই) বেলা ২ টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মিছিলটি ঈশ্বরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোল চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
এ সময় বিক্ষোভকারীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’,‘চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মিছিল শেষে ঈশ্বরগঞ্জ সচেতন নাগরিক সমাজ ও ছাত্র জনতার ব্যানারে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- হাসানুর রহমান সজিব, সাকিবুজ্জামান, মাসুম বিল্লাহ, রাজু আহমেদ, মোহতাসিম বিল্লাহ প্রমুখ।
কেকে/ এমএস