ঈশ্বরদীতে বালুমহাল দখল নিতে গুলিবর্ষণের ঘটনায় সোহান হোসেন (২৮) নামের এক রাখাল গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (১২ জুলাই) উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়া ঘাট ও ইসলামপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
গুলিবিদ্ধ সোহান (২৮) ঈশ্বরদীর মাজদিয়া চৌধুরীপাড়ার সাহাবউদ্দিন মোল্লার ছেলে। তাকে প্রথম ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ভেড়ামারা, দৌলতপুর, লালপুরসহ বিভিন্ন এলাকার বালুমহালের নিয়ন্ত্রণ করছে লালপুরের ‘কাকন বাহিনী’। তারা ঈশ্বরদী সাঁড়া বালু ঘাট দখল নিতে একাধিকবার চেষ্টা করেন।
কিন্তু এ বালুমহালের বৈধ ইজারাদার থাকায় ঘাট নিয়ন্ত্রণ নিতে তারা ব্যর্থ হন। শনিবার সকালে কাকন বাহিনী সাঁড়া ঘাটে গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হন সোহান হোসেন। এ বিষয়ে গুলিবিদ্ধ সোহান হোসেন বলেন, ‘আমি গরুর ঘাস কাটছিলাম। এ সময় একটা স্পিডবোট ও নৌকা নিয়ে এসে হঠাৎ ঘাটে গুলিবর্ষণ শুরু করে। আমি তখন একটু উঁচু হয়ে দেখতে গেলে গুলি এসে আমার হাতে লাগে। আমি তখন শুয়ে পড়ি। পরে লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসে।’
এ ঘটনার পরপরই ঘাট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনকালে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ঘটনা শুনেই আমরা ঘটনাস্থলে এসেছি। শুনেছি একজন রাখাল গুলিবিদ্ধ হয়েছেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাঁড়া ঘাটের সরকারি বৈধ ইজারাদার মেহেদী হাসান বলেন, লালপুরের আওয়ামী লীগ নেতা কাকনবাহিনী দিয়ে বৈধ-অবৈধ সব বালুমহাল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা সরকারি খাতে টাকা দিয়ে বৈধভাবে বালু ব্যবসা করছি। তারা আমাদের কাছে চাঁদা চায়।
দিতে অস্বীকৃতি জানালে বারবার এভাবে গুলিবর্ষণ করছে। এভাবে কি ব্যবসা করা যায়? শুধু আমরা নয়, স্থানীয় কৃষকরাও কাজ করতে পারছে না। এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কাকনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কেকে/এএস