ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে মাথায় গুলিবিদ্ধ মোহাম্মদ ইমরানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেছ। আহত ইমরানের চিকিৎসার খরচ জোগাতে উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশা বিক্রি করে দেন বাবা বিল্লাল। এরপর থেকে ইমরানের পরিবার ধারদেনা করে চলছে; এমন সংবাদ পেয়ে মোখলেছুর রহমান মোখলেছ তার সাহায্যের হাত বাড়িয়ে দেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকায় গিয়ে আহত ইমরানের খোঁজখবর নেন এবং ইমরানের মায়ের হাতে এক মাসের খাদ্যসামগ্রীসহ আর্থিক সহায়তা তুলে দেন যুবদলের এ নেতা। আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী পেয়ে যুবদল নেতা মোখলেছের প্রতি কৃতজ্ঞতা জানান আহত ইমরানের মা।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেছ বলেন, এ বিষয়টি গতকাল রাতে আমি শুনেছি। তখন থেকে আমি সিদ্ধান্ত নেই ইমরানের পরিবারের পাশে দাঁড়াব। আমার পক্ষে যতদূর সম্ভব হয়েছে আমি করেছি। তবে ইমরানের পরিবারকে সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় বালিজড়ী ইউনিয়ন বিএনপি সদস্য খোকন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সামিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, মিল্লাত সরকার, মাদারগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহমানবাধিকারবিষয়ক সম্পাদক আতিকুর রহমান আকাশ, বালিজুড়ী ইউনিয়ন যুবদলের নেতা আব্দুল রাজ্জাক, আল আমিন, বালিজুড়ী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন চৌধুরী, ছাত্রনেতা আবু বক্কর সিদ্দিক, মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
কেকে/এএস