রবিবার, ৩ আগস্ট ২০২৫,
১৯ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

রবিবার, ৩ আগস্ট ২০২৫
শিরোনাম: এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ      নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি      এক দফা ঘোষণা      চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      
দেশজুড়ে
সেপটিক ট্যাংকে মোবাইল তুলতে নেমে ২ ভাইসহ চারজনের মর্মান্তিক মৃত্যু
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১২:৪৩ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে যাওয়া একটি  মোবাইল ফোন তুলতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় একে একে প্রাণ হারালেন চারজন যুবক।

বুধবার (৯ জুলাই) রাতে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে সীমান্তবর্তী দুর্গম এলাকার একটি চা শ্রমিক পল্লিতে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মোবাইল ফোনটি সেপটিক ট্যাংকে পড়ে যাওয়ার পর একজন তা তুলতে নামেন এবং কিছু সময়ের মধ্যে অচেতন হয়ে পড়েন। এরপর তাঁকে উদ্ধার করতে গিয়ে আরো চারজন সেপটিক ট্যাংকে নামেন এবং একে একে তারাও অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাদের সবাইকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭) নামের চার যুবককে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রবি বুনার্জি (২০) নামের গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এদের সবাই হরিণছড়া চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল বলেন, গতকাল গভীর রাতে ৪জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমাদের এখানে আসার আগেই তাদের মৃত হয়। তবে রবি বুনার্জী নামে আহত একজনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোবাইল ফোন তুলতে গিয়ে সেপটিক ট্যাংকে নেমে আপন দুইভাইসহ চারজন প্রাণ হারান। রাজঘাট ইউনিয়ন পরিষদের সদস্য অজয় ভৌমিক জানান, সেপটিক ট্যাংকে পড়া একটি মোবাইল ফোন তোলার জন্য প্রথমে একজন সেপটিক ট্যাংকে নামেন। নামার কয়েক সেকেন্ডের মধ্যেই বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে নিচে পড়ে যান এবং আর উঠতে পারেননি। তারপর তার বড় ভাই ভেবেছিলেন নিচে নেমে উঠতে পারছে না, এই ভবে বড় ভাইও নামেন, তিনিও আর উঠতে পারেন নি। তারপর একে একে আরও ২জন উদ্ধার করতে গিয়ে ওই সেপটিক ট্যাংকে নামেন। গ্যাসের বিষক্রিয়ায় একে একে প্রাণ হারালেন চারজনই।

বৃহস্পতিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে  শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহগুলো এখনো হাসপাতালে রযেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

চা বাগান এলাকায় সেপটিক ট্যাংক সংক্রান্ত নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় এমন দুর্ঘটনা আগেও ঘটেছে বলে জানান স্থানীয়রা। তবে এতজন একসঙ্গে প্রাণ হারানোর ঘটনা এই অঞ্চলে নজিরবিহীন। দুর্ঘটনার খবরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। চা শ্রমিক পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছেন।

স্থানীয়রা বলেন, সেপটিক ট্যাংকে নেমে যারা মারা গেছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে চা বাগানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ
নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি
এক দফা ঘোষণা
ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে মা—ছেলের মৃত্যু
‘জনগণই খুনি হাসিনাকে গণভবন থেকে নামিয়ে এনেছে’

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরের প্রভাবশালী আ.লীগ নেতা পঁচা দেলু গ্রেফতার
উখিয়ায় জামায়াতের পথসভায় জনস্রোত
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close