শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      
দেশজুড়ে
দাফন সেবায় নজির স্থাপন কিশোরগঞ্জের কাইয়ুম হোসেনের
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৬:৫৮ পিএম আপডেট: ০৯.০৭.২০২৫ ৭:০৯ পিএম
মানবিক কাইয়ুম হোসেন। ছবি : প্রতিনিধি

মানবিক কাইয়ুম হোসেন। ছবি : প্রতিনিধি

পরপারের দাফন সেবায় নিজেকে সঁপে দিয়ে যেন ধর্মভীরুতার প্রমাণ করলেন কিশোরগঞ্জ উপজেলার কাইয়ুম হোসেন। মানবিকতার অনন্য নজির স্থাপন করে নীলফামারীর নিভৃত পল্লি কিশোরগঞ্জ উপজেলার ভেরভেরী গ্রামে গড়ে তুলেছেন তার মানবিক দাফন সেবা কার্যক্রম। সকল অসহায় মানুষের দাফন কার্যক্রমের জন্য ৬৫ শতক জমি দান করেছেন দাফন সেবার জন্য। সাথে গড়ে তুলেছেন দর্শনীয় একটি মসজিদ।

নীলফামারীর টেংগনমারী-বড়ভিটা সড়কে ভেরভেরী গ্রামে প্রায় ৯০ শতক জমিতে গড়ে উঠেছে ধাইজান বায়তুল হেরা জামে মসজিদ ও দাফন সেবার জন্য কবরস্থান। কোনো মুসলিম পরিবারের পারিবারিক কবরস্থান না থাকলে মৃত্যু ব্যক্তির লাশ দাফনের একমাত্র ঠিকানা হলো তার ‘পরপারে দাফন সেবার জন্য কবরস্থান। জলঢাকা উপজেলার টেঙ্গনমারী থেকে পূর্বদিকে পৌনে এক কিলোমিটার দুরে এটি অবস্থিত। দাফনের কাপড়সহ সব কিছুই বহন করেন সাদা মনের মানুষ কাউয়ুম হোসেন। ০১৮৭৮-৫৯০৭৯০ এ নম্বরে ভিডিও কলে যোগাযোগ করলে তাৎক্ষণিক দাফন সেবার সকল কার্যক্রম করেন তিনি। ৬৫ শতক জমি কবরস্থানের জন্য দান করেছেন। সাথেই রয়েছে, ২ হাজার ৬ শত বর্গফুট বিশিষ্ট একটি আধুনিক দর্শনীয় মসজিদ। ৫ তলার ভিত্তি দিয়ে গ্রাউন্ড ফ্লোরের কাজ শেষ করেছেন। এই কাজে হিতাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজন পাশে থেকে সহযোগিতা করেছেন বলে কাইয়ুম জানান। এলাকার মানুষ এ মসজিদটির মুসল্লি। 

মসজিদের পাশে কাইয়ুম গড়ে তুলেছেন, কল্পিত ‘নানুবাড়ী’ নামে একটি মাথা গোজার ঠাঁই। ঢাকার শনির আখড়ায় পৌত্রিকসূত্রে বসবাস। কাইয়ুম বলেন, গ্রামে কোনো বাড়ি না থাকায় সন্তানদের আবদারে গ্রামের ঠিকানা হিসাবে বেছে নিয়েছেন এ এলাকা। বাসার পাশেই রিকশা গ্যারেজে যাতায়াত করা নীলফামারী এলাকার রিকশা চালকদের সাথে পরিচয় হয় কাইয়ুমের। সখ্যতাও গড়ে উঠে। তাদের মাধ্যমেই এ এলাকায় গ্রামের বাড়ি করার জন্য প্রায় ৯০ শতক জমি কিনে ফেলেন। শখ জাগে গ্রামের বাড়িতে ঈদ করা। দারিদ্র প্রীত জনপদের দুর্দশা দেখে আগে কবরস্থান ও মসজিদ গড়ে তোলেন। পরে ‘নানুবাড়ী’ নামে এ স্থাপনাটি করেন। ঢাকায় ঠিকাদারি ও রিয়েল এস্টেট ব্যবসা করা কাইয়ুম ইট-পাথরের শহরে যখন হাঁফিয়ে উঠেন। তখন স্বস্তির খোঁজে স্ত্রী রোকেয়া হোসেনসহ ওই কল্পিত ‘নানুবাড়ীতে’ উঠেন। এ এলাকার দিনমজুর হামিদুল বলেন, প্রতি ঈদে কাইয়ুম সাহেবেরা ওই বাড়িতে আসার সময় পাড়ার খেটে খাওয়া নারী, পুরুষ ও তাদের সন্তানদের জন্য ঈদের পোষাক নিয়ে আসেন।  

পুটিমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার জাহেদুল ইসলাম বলেন, কাইয়ুম হোসেন একজন মানবিক লোক। এলাকার অসহায় মানুষের দাফন সেবায় সঁপে দিয়েছেন তিনি। কিশোরগঞ্জ ডিগ্রি কলেজ সংলগ্ন ‘নিরাপদ বৃদ্ধাশ্রমে’র তিনি একজন নিয়মিত ডোনার। সব ভালো কাজেই তাকে পাওয়া যায়।

কেকে/ এমএস 
আরও সংবাদ   বিষয়:  দাফন সেবা   নজির স্থাপন   কিশোরগঞ্জ   কাইয়ুম হোসেন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফের পিএস বিতর্কে আসিফ
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই
কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close