চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকার পাইলট স্কুলপাড়ায় সামান্য বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ওই পাড়ার স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়োবৃদ্ধ লোকজনকে প্রধান সড়কে পৌঁছাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
স্কুলপাড়ার নজরুল ইসলামের ছেলে এমদাদুল হক রনি বলেন, ‘নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাড়ার প্রায় ৩০/৪০টি পরিবারের লোকজন নজরুল ইসলামের বাড়ির পাশ দিয়ে চলাচলের জন্য ইট হেয়ারিং রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানিতে তলিয়ে যায়। ড্রেনেজ সুবিধা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও বয়োবৃদ্ধ লোকজন ওই রাস্তা পারাপারের সময় পা পিছলে পড়ে দুর্ঘটনায় পড়ে। শিক্ষার্থীদের বই-খাতা ভিজে যায়।’
ওই এলাকায় বসবাসকারী পত্রিকা এজেন্ট আব্দুল হান্নান বলেন, ‘জলাবদ্ধতা নিরশনের জন্য আমরা ইতঃপূর্বে বেশ কয়েকবার পৌর প্রশাসকের কাছে আবেদন করেছিলাম। কিন্তু পৌর প্রশাসক ও ইউএনও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। ফলে জনদুর্ভোগ বেড়েছে। নাচোল বাজার শিল্প ও বণিক সমিতির আহ্বায়ক আসগার আলী জানান, স্কুলপাড়ার প্রায় ৩০/৪০টি পরিবারের লোকজন বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়ছে।’
জলাবদ্ধতা দূর করতে ইতঃপূর্বে নাচোল পৌর প্রশাসকের কাছে আবেদন করা হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি পৌর প্রশাসক। এ বিষয়ে পৌরপ্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার জানান, ওই এলাকার ভুক্তভোগীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পৌরসভার সহকারী প্রকৌশলী ও নির্বাহীকে পরিদর্শনপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। শিগগিরই ভোগান্তি দূর হবে।
কেকে/এএস