রবিবার, ৩ আগস্ট ২০২৫,
১৯ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

রবিবার, ৩ আগস্ট ২০২৫
শিরোনাম: এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ      নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি      এক দফা ঘোষণা      চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      
রাজনীতি
‘ফ্যাসিবাদের পতন দেখে যাদের শিক্ষা হয়নি তাদের পরিণতিও একই হবে’
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৯:০২ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালে আমরা আন্দোলন করেছিলাম। গণঅভ্যুত্থান করেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের জন্য। এবারের আন্দোলন, নতুন দেশ গঠনের। কারণ শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, দলের পরিবর্তন নয়, দুর্নীতিবাজদের পরিবর্তন করতে হবে।

তিনি আরো বলেন, যারা ব্যানার ছিড়ে, কর্মসূচিতে বাধা দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিল, বাংলাদেশের মাটিতে আজকে তাদের ঠাঁই হয়নি। স্বৈরাচারী ফ্যাসিবাদের পতন দেখেও যাদের শিক্ষা হয়নি তাদের পরিণতিও ফ্যাসিবাদের মতোই হবে।

‎সোমবার (৭ জুলাই) বিকালে দেশ গড়তে জুলাই পদযাত্রার সপ্তম দিনে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় পথসভা ও পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

সিরাজগঞ্জবাসীর উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫ আগস্ট। কিন্তু সিরাজগঞ্জ স্বাধীন হয়েছে ৪ আগস্ট। প্রথমে এই জেলা স্বাধীন হওয়ায় ফ্যাসিবাদ সরকার পালাতে বাঁধ হয়েছে। গণঅভ্যুত্থানে আমরা আপস করিনি, দেশ গঠনের এ যাত্রাতেও আমরা আপস করব না। আপনাদের অধিকারের জন্য আমরা রাজপথে আছি এবং থাকব। আমরা বিশ্বাস করি যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম। সেই একইভাবে আমরা দেশ গঠন করব।

‎গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, আন্দোলনে অনেক ভাই-বোন শহিদ হয়েছে। তাদের শহিদের মর্যাদা নিশ্চিত করতে হবে। সেজন্য প্রয়োজন আমাদের জুলাই সনদ। যে সমস্ত মানুষ গণঅভ্যুত্থানে শহিদ হয়েছিল, তাদের জুলাই সনদ ও স্বীকৃতি দিতে হবে। এতে আমরা কোনো ধরনের টালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেব না।

‎সিরাজগঞ্জের উন্নয়ন নিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা এতদিন উন্নয়নের গল্প শুনেছি, যমুনাপাড়ের এসে দেখি কিছু নেই। আমরা শক্তিশালী নেতৃত্ব পেতে যাচ্ছি। সন্ত্রাস, চাঁদাবাজ সিরাজগঞ্জের মাটি থেকে চিরতরে নির্মূল করতে পারব।

বসুন্ধরা মিডিয়াকে নিয়ে দেওয়া হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে নিয়ে সম্প্রতি বেশ আলোচনা-সমালোচনা হয়। সে বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি ভয় পাই না। আমি বলব, আমি আবার বলব, আমি বলতেই থাকব- আপনারা বাংলাদেশপন্থি নন। আমি যদি দুর্নীতি করি, আমি যদি অন্যায় করি, আমার বিরুদ্ধে আপনারা কলম চালান। আপনার দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আপনার পক্ষে থাকব।

বসুন্ধরা মিডিয়ার পক্ষে একদল সাংবাদিকদের বিবৃতিকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, একইভাবে ৩ই আগস্ট বসুন্ধরার মালিক বিবৃতি দিয়েছিল। এই বিবৃতি আমাদের জানা। গুম, হত্যা, অন্যায়ের পক্ষে গত ১৫ বছর আপনারা এভাবে বিবৃতি দিয়েছিলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ৫ আগস্টে যদি খুনি হাসিনার পতন না হতো, তাহলে গণভবনে ডিসি-এসপিরাই প্রমোশনের জন্য লাইন ধরত। তাই বলতে চাই, আমাদের হারানোর কিছু নেই। কেন না আমাদের লুটপাটের ব্যাংক নেই যে, আমরা হারাব। আমাদের আছে শুধু মানুষের ভালোবাসা। প্রয়োজনে আমরা দেশের জন্য রাস্তায় এসে আবারো জীবন দেবো।

এ সময় উপস্থিত ছিলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিরাজগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী মাহিন সরকারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী।

পথযাত্রা শেষে নেতাকর্মীরা সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকায় এসে শেষ হয়। পরে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনার উদ্দেশে রওনা হন।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  জুলাই পদযাত্রা   এনসিপি   নাহিদ ইসলাম  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ
নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি
এক দফা ঘোষণা
ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে মা—ছেলের মৃত্যু
‘জনগণই খুনি হাসিনাকে গণভবন থেকে নামিয়ে এনেছে’

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরের প্রভাবশালী আ.লীগ নেতা পঁচা দেলু গ্রেফতার
উখিয়ায় জামায়াতের পথসভায় জনস্রোত
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close