বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহিকে বিভিন্ন অনুষ্ঠানে সাধারণত হাসি-খুশি দেখা যায়। কিন্তু এবার অশ্রুসিক্ত অবস্থায় দেখা গেছে এ তারকাকে।
পরনে কালো প্যান্ট ও কালো লম্বা হাতা জ্যাকেট। খোলা চুল, চোখে কালো রঙের সানগ্লাস আর হাতে একটি ব্যাগ। এমন বেশে মুম্বাই এয়ারপোর্টে গাড়ি থেকে নামেন। এ সময় চোখে সানগ্লাস থাকলেও তারই আড়ালে চোখ থেকে গড়িয়ে পানি পড়তে দেখা যায়। কান্না করতে করতেই এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করতে তাকে।
রোববার (৬ জুলাই) এমন বেশে নোরা ফাতেহির এয়ারপোর্টে প্রবেশের সময় তার মুখের অভিব্যক্তি স্পষ্ট জানান দেয় যে, তার মন ভালো নেই। তাকে দেখে অনেকে ছবি তুলতেও আসেন। এক ভক্ত ছবি তুলতে আসলে তাকে সরিয়ে দেওয়া হয়।
এখন প্রশ্ন হচ্ছে, ঠিক কী কারণে কান্না করছেন নোরা ফাতেহি? তার এ মন খারাপের নির্দিষ্ট কোনো কারণ অবশ্য জানা যায়নি। তবে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ধারণা করছেন―কাছের কোনো মানুষকে হারিয়েছেন এ তারকা।
এদিকে এয়ারপোর্টে প্রবেশের কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় ইন্সট্রাগ্রামে এক স্টোরিজে নোরা ফাতেহি লিখেছেন, ‘ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন’। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি বলিউডের আইটেম গার্ল কিংবা তার পরিবার থেকে।
উল্লেখ্য, কয়েক মাস আগেই নোরা ফাতেহির ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’ মুক্তি পেয়েছে। সূত্র : আনন্দবাজার।
কেকে/এএম