শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      
দেশজুড়ে
ফটিকছড়িতে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৮:৪৩ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ বসতঘর থেকে মো. জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক ব্যক্তির রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের স্বজনদের পরস্পর দোষারোপে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড ছালে আহমেদ ড্রাইভারের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত কবির আহমেদের পুত্র। পেশায় তিনি চালক হলেও দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।  

পুলিশ ও স্থানীয় সুত্রে জানায়, সকালে নিহত জাহাঙ্গীর আলমের মা লায়লা বেগম ছেলেকে নাস্তা দিতে গিয়ে দেখেন তার ঘরের দরজা-জানালা খোলা এবং তার সন্তান বসা অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুঁলা। তখন তার মায়ের চিৎকার শুনে পরিবারের অন্যরা এসে তার ঝুলন্ত লাশ নামিয়ে পুলিশকে খবর দেয়। সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত জাহাঙ্গীর আলম দুটি বিয়ে করেন। প্রথম স্ত্রীর বসতঘর থেকে দ্বিতীয় স্ত্রীর বসতঘরের দূরত্ব প্রায় ১কিলোমিটার। দুই স্ত্রীর একাধিক সন্তান রয়েছে। গত কিছু দিন ধরে তাদের সন্তানদের বিয়ে ও ঘর নির্মাণকে কেন্দ্র করে ঝগড়াবিবাদ চলে। সে বিবাদ রূপ নেয় মারামারিতে। তিনি একপর্যায়ে ভাড়া বাসা ছেড়ে চলে আসেন পৈতৃক বসতভিটায়। সেখানে তার রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকাবাসী ও স্বজনদের মাঝে চরম হতাশা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহতের প্রথম স্ত্রীর দ্বিতীয় সন্তান মো. শাহাদাত ইসলাম বলেন, বাবার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না। সন্দেহ হচ্ছে, বাবাকে কেউ মেরে ফাঁসিতে ঝুঁলিয়ে দিয়েছে। চাচারা এর সঙ্গে জড়িত থাকতে পারেন। কারণ দীর্ঘদিন ধরে পারিবারিক জায়গাজমি সংক্রান্ত বিরোধ চলছিল। আমরা সুষ্ঠু তদন্তপূর্বক এর বিচার চাই।

তবে ভিন্ন কথা বলেছেন নিহতের ছোট ভাই মো. আলমগীর আলম। তিনি দাবি করে বলেন, তার নিজ সন্তানেরা তাকে মেরে ফাঁসির সঙ্গে ঝুঁলিয়ে দিয়ে আত্নহত্যা বলে প্রচার চালাচ্ছেন। পুলিশকে আমি বাড়িতে থাকা সিসিটিভির ফুটেজ দিয়েছি। পুলিশ এসব তদন্ত করছেন। আমি ভাই হত্যার বিচার চাই।

লাশের সুরতহাল তৈরি করা ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক বলেন, ঝুলন্ত অবস্থায় নয়, শোয়া অবস্থায় থাকা লাশটি উদ্ধার করেছি। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন, ফুঁলা, জখম ছিলনা। তবে পরিবারের লোকজন তার ঝুলন্ত অবস্থার একটি ছবি সরবারহ করেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ ও ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ।
 
ওসি নূর আহমেদ বলেন, প্রাথমিকভাবে মৃত্যুটি রহস্যজনক বলে মনে হচ্ছে। পরিবারের লোকজন ও নিহতের ভাইয়েরা পরস্পপর বিরোধী মৌখিক অভিযোগ দিয়েছেন। ফলে বিষয়টি গভীরভাবে আমলে নিয়েছি। আপাতত অপমৃত্যু মামলা দিয়ে ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফের পিএস বিতর্কে আসিফ
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই
কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close