কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা দুইজন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ সময় অন্তত আরো ১০ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা নামক এলাকায় কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজার অভিমুখে হানিফ পরিবহনের যাত্রীবাহি একটি বাসটি কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। প্রতিমধ্যে বাসটি কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং ইউনিয়নের গয়ালমারা নামক এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের অনেকাংশ খাদে পড়ে পাশ্বোক্ত পুকুরে ডুবে যায়। এ সময় হতাহতের ঘটনা ঘটে। সড়কে দুর্ঘটনার খবর পেয়ে রাত ১২টার দিকে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নেয় চিরিংগা হাইওয়ে থানা পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও চকরিয়া থানা পুলিশের টিম।
রাত ৩টার দিকে বাসটি ক্রেন দিয়ে খাদ থেকে তোলা হয়। এ সময় এক যুবকের লাশ বাসের জানালায় ঝুলে থাকতে দেখা যায়। আরেক যাত্রীর লাশ বাসটির নিচে চাপা পড়ে ছিল। বাস চালক ও সহকারীসহ ৪০ জন যাত্রী ছিল বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। তবে বাসের যাত্রীদের দাবি, বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে পড়া সড়কে দ্রুতগতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
হারবাং ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আলম জানান, হানিফ পরিবহনের বাসটি দুর্ঘটনার হওয়ার পরপরই স্থানীয় লোকজন জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নেমে পড়েন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাইওয়ে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও চকরিয়া থানা পুলিশ এসে স্থানীয়রাসহ বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। প্রশাসনের লোকজন তাৎক্ষণিকভাবে না পৌঁছালে এ ঘটনায় বহু লোকজন হতাহত হওয়ার সম্ভাবনা ছিল।
সোহেল নামে বাসে থাকা এক যাত্রী বলেন, তিনি মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে চাকরি করেন। চট্টগ্রাম থেকে চকরিয়া পর্যন্ত টিকিট করেছিল। চট্টগ্রাম থেকে চুনতি পর্যন্ত বাসটি ধীরগতিতে চলে। এ কারণে যাত্রীদের সঙ্গে চালকের মধ্যে বাসের ভেতরে কথা-কাটাকাটিও হয়। তবে চুনতি পার হওয়ার পর হঠাৎ দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক। একপর্যায়ে হারবাং গয়ালমারা এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।
মহাসড়কের চিরিংগা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) আরিফুল আমিন বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাপতিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহত দুইজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। লাশ হাইওয়ে থানায় রয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
কেকে/এএম