জামালপুরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে জেলা পিএনপির উদ্যোগে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টার সময় স্থানীয় ফৌজদারি মোড়ে জেলা বিএনপির আয়োজনে ড্যাব জামালপুর জেলা শাখার ব্যবস্থাপনায় এ কর্মসূচির পালিত হয়।
এ কর্মসূচিতে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সজিব খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছআলী মামুন, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি, সফিকুল ইসলাম সফি, যুগ্ম সম্পাদক খন্দকার আহছানুজ্জান রুমেল, শহিদুল ইসলাম খান দুলালসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়াও জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হবে বলে জানা যায়।
কেকে/এএস