কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসায়ী সঙ্গে জড়িত সন্দেহে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করেছে জনগণ। এই ঘটনায় আরো একজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মুরাদনগরের বাঙ্গুরা বাজার থানার কড়ুইবাড়ীতে এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।
ওসি বলেন, গ্রামবাসীরা অভিযোগ করেছেন, এই তিনজন দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত। স্থানীয়রা তাদের পিটিয়ে হত্যা করেছেন। আমরা ঘটনা তদন্ত করছি।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রুবি বেগম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। রুবি ও তার পরিবারের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। এলাকাবাসীর এই ক্ষোভের আগুনে আজ জ্বলছে তারা।
কেকে/এআর