বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী করতে হলে বিএনপিকে আরো বেশি দায়িত্বশীল ও সহনশীল ভূমিকা পালন করতে হবে। বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে বিএনপির অতীতের ভূমিকা স্মরণ করিয়ে তিনি বলেন, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের পথ রচনা করেছে বিএনপি, এটা আমাদের গর্বের বিষয়।
বুধবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালী পৌর শহরের ব্যায়ামাগারে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, গণতন্ত্র মানেই ভিন্নমত থাকবে। কিন্তু ভিন্নমত দমন না করে তা শ্রদ্ধার সঙ্গে শুনতে হবে। সহনশীলতা থাকলে রাজনীতি সুস্থ হবে।
সরকারের চলমান কিছু সংস্কার প্রসঙ্গে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রের যৌক্তিক সংস্কার বিএনপি সমর্থন করে। আসলে বিএনপিই সর্বপ্রথম সংস্কারের প্রস্তাব দিয়েছিল।
সরকারকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে তিনি বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ না করার কারণে হাসিনা সরকারকে মানুষ প্রত্যাখ্যান করেছে। তাই এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত, মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করা।
পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এবং সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
পরে জেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচনে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার ১,৫১১ জন কাউন্সিলর এতে ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘ ২৩ বছর পর সম্মেলনে অংশ নিতে পেরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
২০০২ সালে সর্বশেষ জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী সভাপতি ও স্নেহাংশু সরকার কুট্টি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
পরে কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২০২০ সালের ২ নভেম্বর আহ্বায়ক কমিটি গঠিত হয়। এতে আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়াকে আহ্বায়ক ও স্নেহাংশু সরকার কুট্টিকে সদস্য সচিব করা হয়।
কেকে/এএম