রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকার জান্নাত ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মাত্র ৭ টাকা ৫০ পয়সার ইনজেকশনের মূল্য ৩৫০ টাকা দাবি করায় এই জরিমানা করা হয়।
বুধবার (২ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
তিনি জানান, সম্প্রতি এক ভোক্তা মধ্যরাতে ইনজেকশন কিনতে জান্নাত ফার্মেসিতে গেলে দোকানি ওষুধটির প্রকৃত মূল্য থেকে অনেক গুণ বেশি দাম দাবি করেন। ইনজেকশনের দাম ৭ টাকা ৫০ পয়সা হলেও দোকানি সেটি ৩৫০ টাকায় বিক্রির চেষ্টা করেন। ক্রেতা মূল্য রশিদ চাইলেও তা দেওয়া হয়নি। পরে বিষয়টি সামাজিকমাধ্যমে ভিডিও আকারে প্রকাশ পায় এবং জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ফার্মেসির মালিক তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।
কেকে/এএম