বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      রাজসাক্ষী হতে চান পুলিশের উপপরিদর্শক শেখ আফজালুল      গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, নিহত ৮১      
দেশজুড়ে
বাউফলের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও তেঁতুলিয়ার ভাঙনরোধে
পানিসম্পদ উপদেষ্টার সঙ্গে জামায়াত নেতা ড. মাসুদের বৈঠক
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১:০৩ পিএম আপডেট: ০২.০৭.২০২৫ ১:১৮ পিএম
পানিসম্পদ উপদেষ্টার সঙ্গে ড. মাসুদের বৈঠক। ছবি : প্রতিনিধি

পানিসম্পদ উপদেষ্টার সঙ্গে ড. মাসুদের বৈঠক। ছবি : প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়ার ভাঙনরোধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

মঙ্গলবার (১ জুলাই) বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ ও বন অধিদপ্তরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পটুয়াখালীর বাউফলের নাজিরপুর, ধুলিয়া, কেশবপুর, কালাইয়া, কাছিপাড়া, চন্দ্রদ্বীপসহ ছয়টি ইউনিয়ন প্রতিনিয়ত ভাঙনের কবলে পড়ছে, বৈঠকে এসব সমস্যা সমাধানে বিস্তারিত আলোচনা হয়। বরাবরই ভাঙনকবলিত মানুষের প্রাণের দাবি ছিল ত্রাণ প্রাপ্তি নয়, ভাঙন ঠেকাতে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাদের অভিযোগ দীর্ঘবছর যাবৎ জনপ্রতিনিধিরা লোক দেখানো প্রজেক্ট হাতে নিলেও তা আসলে নদীভাঙন ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রথমেই উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাই যে, তিনি আজ পহেলা জুলাই একটি বিশেষ দিনেও আমাদের সময় দিয়েছেন। আন্তরিকতা দিয়ে আমাদের কথা শুনেছেন এবং আমাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

বৈঠকে আমরা বলেছি যে,  আপনারা জানেন বাউফল একটি নদীবেষ্টিত এলাকা। দক্ষিণাঞ্চলের সিডর ও আইলা আক্রান্ত একটি জেলা পটুয়াখালী। এই জেলার বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন তেঁতুলিয়া নদীভাঙন কবলিত একটি এলাকা। এছাড়া বাউফলের বিভিন্ন ইউনিয়ন প্রতিনিয়ত অল্প অল্প করে নদীগর্ভে বিলীন হচ্ছে।

যা প্রতিনিয়ত মানবিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তাহীনতার দিকে আমাদের ঠেলে দিচ্ছে। প্রতিনিয়ত এই অঞ্চলের মানুষের  বন্যা জলোচ্ছ্বাস মোকাবিলা করে বাঁচতে হয়। প্রায় ৫০ বছর যাবৎ  নদীভাঙনে হাজারো মানুষের পায়ের তলার মাটি নদীগর্ভে বিলীন হওয়ায়  হাজারো মানুষের আজ বেঁচে থাকাই সংগ্রামে পরিণত হয়েছে।

এছাড়া নদীগর্ভে বিলীন হচ্ছে কবরস্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মীয় স্থাপনাসহ হাজার-হাজার হেক্টর কৃষিজমি নদীগর্ভে চলে গেছে। এতে কৃষক ও দিনমজুররা অসহায় হয়ে পড়েছে।

আমরা আজ উপদেষ্টা মহোদয়কে যেসব বিষয় জানিয়েছি  তা হলো : নাজিরপুরের ১০ কিলোমিটার এলাকা অতি ঝুঁকিপূর্ণ সেখানে জিও ব্যাগ ফেলতে হবে। যেসব রাস্তা ভেঙে গেছে সেসব রাস্তা মেরামতের উদ্যোগ নিতে হবে। সব ধরনের অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে। বেশি ঝুঁকিপূর্ণ ৭ কিলোমিটার এলাকা সিসি ব্লক দ্বারা স্থায়ী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা করতে হবে। ভূমিহীন গৃহহীনদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া। একটি দৃষ্টিনন্দন ইকোপার্ক তৈরি করার বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করেছি। এই বিষয়গুলো তার সামনে উপস্থাপন করার পর, আলহামদুলিল্লাহ আমরা যে স্মারকটি তার কাছে উপস্থাপন করেছি সেটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে উনি স্বাক্ষর করে ইতোমধ্যে পাঠিয়েছেন। শুধু তাই নয়, উপদেষ্টা তার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মৌখিকভাবে ও নির্দেশনা দিয়েছেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, উপদেষ্টা যে কাজের প্রতি কতটা আন্তরিক তা আমরা এখানে আসার পরে উপলব্ধি করতে পেরেছি। কেননা তিনি আমাদের বাউফলে নদীভাঙন নিয়ে আমাদের সঙ্গে সাক্ষাতের আগেই স্টাডি করেছেন। এবং তার কর্মকর্তাদের এ বিষয়ে অগ্রগতির জন্য দিক নির্দেশনা দিয়েছেন। সেজন্য আমরা উপদেষ্টা মহোদয়ের প্রতি আন্তরিকতার সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উপদেষ্টা মহোদয়ের সঙ্গে বৈঠকে তাৎক্ষণিক অর্জনগুলো হচ্ছে, প্রথমত, উনি আমাদের ভাঙন  প্রতিরোধে তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন। দ্বিতীয়ত, ১০ কিলোমিটার জিও ব্যাগ জরুরি ভিত্তিতে ফেলবেন বলে আশ্বস্ত করেছেন। তৃতীয়ত, ভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলে তিনি সুপারিশ করবেন বলে জানিয়েছেন। চতুর্থত, তিনি বাউফলের যে কয়টা ইউনিয়ন নদীভাঙনের কবলে পড়েছে তাদের বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান নজরুল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলামিন, আব্দুল্লাহ আল নোমানসহ অন্যরা।

কেকে/এএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ঢাকা চেম্বারের সভাপতির সৌজন্য সাক্ষাৎ
চীনের এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে শ্রম উপদেষ্টার বৈঠক
তিস্তা নদীর বুকে ভেসে আসা নবজাতকের লাশ উদ্ধার
খাদ্য উপদেষ্টার সাথে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা

সর্বাধিক পঠিত

‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
নবীগঞ্জে সিএনজি পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ গাড়ি পুড়ে ছাই
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
কেশবপুরে ৪৮ শিক্ষাপ্রতিষ্ঠান জলাবদ্ধ, ব্যাহত শিক্ষা কার্যক্রম

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close