ফেনীর সোনাগাজীতে সাপের কামড়ে জান্নাতুল ফেরদৌস রিয়া (২২) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।
রোববার (২৯ জুন) ভোরে সোনাগাজী সদর ইউনিয়নে ছাড়াইতকান্দি গ্রামের সাইফুলের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত জান্নাতুল ফেরদৌস রিয়া সোনাগাজী সদর ইউনিয়নের সাইফুল ইসলামের স্ত্রী।
স্বামী সাইফুল ইসলাম জানান, তার স্ত্রী প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু হাতে নিতে বিষাক্ত সাপ হাতে কামড় দেয়। কোনো কিছু না দেখায় ধারণা করে ইঁদুর বা অন্য কোনো পোকা কামড় দিয়েছে। পরে আবার আমি ঘটনাস্থলে গিয়ে দেখি সাপের মাথার মতো কিছু একটা। এর পর আমার স্ত্রীকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে ভ্যাকসিন না থাকায় পরে সেখান থেকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়। পরবর্তী আমার শ্বশুরবাড়ি (মানু মিয়ার বাজার) এলাকায় দাপন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আরেফিন বলেন, আমাদের হাসপাতালে সাপে কাটার ভ্যাকসিন পর্যাপ্ত আছে। রোগী অন্তঃসত্ত্বা হওয়ায় স্বজনরা ভালো চিকিৎসা না পাওয়ার আশঙ্কা করে উন্নত চিকিৎসার জন্য ফেনী নিয়ে যায়। পরে জানতে পারি ফেনী নেওয়ার পথে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়।
কেকে/এএস