সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন আর রশিদকে গ্রেফতার করেছে।
রোববার (২৯ জুন) মধ্যরাতে সাতক্ষীরা পৌরসভার সুলতানপুরের নিজ বাড়ি থেকে গ্রেফতার হন তিনি।
শেখ হারুন আর রশিদ সুন্দরবন টেক্সটাইল মিলস সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, হারুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
কেকে/এআর