সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
দেশজুড়ে
ইন্দুরকানীতে ইউপি সদস্য ও ভাবিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ১
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৮:৫০ এএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে শুক্রবার রাতে নিজ বাড়ির উঠানে ইউপি সদস্যসহ দুজনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ও এক স্কুল শিক্ষিকাকে কুপিয়ে যখম করার ঘটনায় শনিবার সকালে নিহত শহিদুল ইসলামের সেজ ভাই মর্তুজা হাওলাদার বাদী হয়ে ইন্দুরকানী থানায় ৬ জন নামীয় ও অজ্ঞাত ২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় রফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। দুষ্কৃতিকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গ্রুরুতর যখম হওয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেহেনা বেগমকে শনিবার দুপুরে খুলনা মেডিকেল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

জানা যায়,  শুক্রবার ( ২৭ শে জুন) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার পশ্চিম চর বলেশ্বর গ্রামে ইউপি সদস্য ও  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম হাওলাদার (৫০) এবং তার ভাই মোর্তুজা হাওলাদারের স্ত্রী মুকুল বেগমকে (৪৫) বাড়ির উঠানে ফেলে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় সহিদুল ইসলামের স্ত্রী রেহেনা বেগমকেও (৪২) কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। নিহত সহিদুল ইসলাম চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর ২ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং ঐ গ্রামের মৃত মোসলেম আলী  হাওলাদারের ছেলে।

তার আপন বড় ভাই মরহুম মোস্তাফিজুর রহমান হাওলাদার চন্ডিপুর ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি এবং মেজ ভাই  মনিরুজ্জামান সেলিম উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে মোবাইলে কথা বলার সময় ঘরে নেটওয়ার্কের সমস্যা দেখা দেওয়ায় বাড়ির সামনে পুকুর পাড়ে মোবাইলে কথা বলতে ছিলেন ইউপি সদস্য শহিদুল ইসলাম। এ সময় তিনি পুকুর ঘাটে দাঁড়িয়ে মাছেরে খাবার দেন। তখন ঘরের আশপাশে ওৎপেতে থাকা পাঁচ ছয় জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তার উপর হঠাৎ করে অতর্কিত হামলা চালিয়ে এলোপাথারি কোপাতে শুরু করে। ঘটনার সময় তার ছোট মেয়ে সুমনা ইসলাম তোহা সাথে ছিলেন। পিতাকে রক্ষা করতে সামনে এলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় খুনিরা।
 
এ অবস্থায় স্বামী ও মেয়ের ডাক চিৎকার শুনে তার স্ত্রী রেহেনা বেগম ঘর থেকে বেরিয়ে তাকে রক্ষা করতে এলে দুজনকেই নৃশংসভাবে ভাবে কুপিয়ে বাড়ির উঠানে ফেলে রাখে দুর্বৃত্তরা। এরপর শহিদুলের ভাবি মুকুল বেগম বাইরে এলে তাকেও বাড়ির উঠানের সামনে রাস্তায় ফেলে উপর্যুপরি কোপাতে থাকে দুর্বৃত্তরা। পরে আশপাশের লোকজন এসে তিনজনকেই বাড়ির উঠানে কাদা পানির মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় ইউপি সদস্য শহিদুল ইসলাম ও তার  ভাবি মুকুল বেগম ঘটনাস্থলে নিহত হন এবং শহিদুলের স্ত্রী রেহেনা বেগমকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য মাঝ রাতে খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।  

এদিকে এ চাঞ্চল্যকর হত্যাকান্ডের খবর পেয়ে রাতেই পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান ও ইন্দুরকানি থানার ওসি মোঃ মারুফ হোসেনসহ গোয়েন্দা বিভাগের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠায় পুলিশ।

এ ব্যাপারে ইউপি সদস্য শহিদুল ইসলামের শ্যালক মিজান মাঝী মোবাইলে জানান, আমার দুলাভাই সরকার পরিবর্তনের পর তিনটি রাজনৈতিক মামলায় পুলিশের হাতে আটক হয়ে কারাবাসের পর কয়েক মাস আগে কোর্ট থেকে জামিন নিয়ে বাড়িতে ছিলেন। কিন্তু কেন এমন নৃশংস হত্যাকান্ড ঘটলো তা বুঝে উঠতে পারছিনা।

তিনি আরো জানান, রাতে হঠাৎ করে বেশ কয়েক জন তাদের বাড়িতে এসে অতর্কিত হামলা করে তার দুলাভাই এবং ভাবিকে কুপিয়ে মেরে ফেলে। এরপর আমার বোনকে মেরে ফেলার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে।

নিহত শহিদুলের ভাই মর্তুজা জানান, আমার ভাই ও স্ত্রীর এ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার পূর্বক কঠিন বিচার চাই।

এ ব্যাপারে ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, শুক্রবার রাতে নিজ বাড়ির উঠানে ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় ইউপি সদস্যের স্ত্রী রেহেনা বেগম গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে পুলিশের ধারনা কারো সাথে পারিবারিক বিরোধ কিংবা পরকীয়া সন্দেহের জের হতে পারে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের জোড় চেষ্টা চলছে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close