শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক      
দেশজুড়ে
ইন্দুরকানীতে নিজ বাড়ির উঠানে ইউপি সদস্য ও ভাবিকে কুপিয়ে হত্যা
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৮:১৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় নিজ বাড়ির উঠানে ইউপি সদস্য শহিদুল ইসলাম হাওলাদার (৫০) ও তার ভাবি মুকুল বেগমকে (৪৫) কুপিয়ে হত্যা এবং স্ত্রী রেহেনা বেগমকে (৪২) মারাত্মকভাবে আহত করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম চর বলেশ্বর গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।

শনিবার সকালে নিহত শহিদুল ইসলামের ভাই মর্তুজা হাওলাদার বাদী হয়ে ইন্দুরকানী থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ রফিকুল ইসলাম নামে একজনকে আটক করেছে। এ ঘটনায় গুরুতর আহত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেহেনা বেগমকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শনিবার দুপুরে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য শহিদুল ইসলাম রাতে ঘরে নেটওয়ার্ক সমস্যার কারণে বাড়ির পাশের পুকুর পাড়ে গিয়ে মোবাইলে কথা বলছিলেন এবং এ সময় মাছের খাবার দিচ্ছিলেন। তখন ওত পেতে থাকা ৫ থেকে ৬ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা শহিদুলকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।

শহিদুলের ছোট মেয়ে সুমনা ইসলাম তোহা তখন বাবার সঙ্গে ছিলেন। পিতাকে বাঁচাতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় দুর্বৃত্তরা।

স্বামী ও মেয়ের চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসেন শহিদুলের স্ত্রী রেহেনা বেগম। তাকেও কুপিয়ে আহত করে বাড়ির উঠানে ফেলে রাখে দুর্বৃত্তরা।

পরে শহিদুলের ভাবি মুকুল বেগম বাইরে বেরিয়ে এলে তাকেও কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয় লোকজন তিনজনকে বাড়ির উঠানে কাদা পানির মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইউপি সদস্য শহিদুল ইসলাম ও তার ভাবি মুকুল বেগমের।

গুরুতর আহত রেহেনা বেগমকে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে ও পরে খুলনায় নেওয়া হয়।

নিহত শহিদুল ইসলাম চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চর বলেশ্বর ২ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ছিলেন। তিনি মৃত মোসলেম আলী হাওলাদারের ছেলে।

তার বড় ভাই মোস্তাফিজুর রহমান হাওলাদার ছিলেন চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং মেজ ভাই মনিরুজ্জামান সেলিম বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নিহত শহিদুলের শ্যালক মিজান মাঝি মোবাইলে বলেন, সরকার পরিবর্তনের পর আমার দুলাভাই তিনটি রাজনৈতিক মামলায় পুলিশের হাতে আটক হয়ে কারাবাস করেন। কয়েক মাস আগে কোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে আসেন। হঠাৎ করে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটবে, তা কল্পনাও করতে পারিনি।

তিনি বলেন, রাতে বেশ কয়েকজন লোক এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। দুলাভাই ও ভাবিকে কুপিয়ে হত্যা করে এবং আমার বোনকেও মেরে ফেলার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।

নিহত শহিদুলের ভাই মর্তুজা হাওলাদার বলেন, আমার ভাই ও স্ত্রীর হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে কঠোর বিচার চাই।

ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, শুক্রবার রাতে নিজ বাড়ির উঠানে ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইউপি সদস্যের স্ত্রী রেহেনা বেগম গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক বিরোধ অথবা পরকীয়া সন্দেহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন এবং গোয়েন্দা বিভাগের সদস্যরা।

পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন
শালিখায় বাড়ছে পাটকাঠির কদর
গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
জামায়াতে এ দেশের স্বাধীনতা চায়নি : সুমন
সাতক্ষীরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত

‘হেফাজতের সাথে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নাই’
‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
সুলতানগঞ্জকে যদি বন্দর করা যায় তাহলে করা হবে: ড. এম সাখাওয়াত
নওগাঁয় চক্ষু হাসপাতালের উদ্বোধন
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close