শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      
রাজনীতি
শূন্য থেকে শতকোটি টাকার মালিক আ. লীগ নেতা হারুন
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ২:১৭ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হারুন মিয়া আওয়ামীলীগের ১৬ বছরে শূন্য থেকে শতকোটি টাকার সম্পদের মালিক হয়েছে। বানিয়াচং নাইন মার্ডারের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মামলায় তার বিরুদ্ধে হত্যাকান্ডের অভিযোগ আনা হয়েছে।

জানা যায়, ২০২৪ এর ৫ আগস্ট বানিয়াচং গনহত্যার আগের রাতে বড় বাজারসহ হারুন মিয়ার মালিকানাধীন জননী কমিউনিটি সেন্টারে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ এর সিনিয়র নেতারা এক জরুরি সভার আয়োজন করেন। উক্ত সভায় বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হারুন মিয়া সভাপতিত্ব করেন।

উক্ত সভা থেকে পরদিন ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন প্রতিহত করার জন্য গনহত্যা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। পরদিন সকাল থেকে হারুন মিয়াসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা বানিয়াচং থানায় অবস্থান নেয়। ৫ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিল থানার পাশ দিয়ে যাওয়ার সময় থানার সামনে অবস্থান নিয়ে পুলিশের পাশাপাশি বানিয়াচং উপজেলা আওয়ামিলীগ সহ-সভাপতি হারুন মিয়াসহ নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।

এতে ঘটনাস্থলে ৭ জন নিহত হন এবং ২ জন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরন করেন। উক্ত ঘটনায় হারুন মিয়াসহ আরো অনেকের নাম উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে অভিযোগ দায়ের করা হয়। সেখানে হারুন মিয়া ১৫ নং ক্রমিকে আসামি।

মামলা দায়েরের পরে হারুন মিয়া আত্মগোপনে চলে গেলেও আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন বলে একাধিক গোয়েন্দাসুত্র জানায়।

সরজমিন ঘুরে হারুন মিয়া সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

সরকারি সম্পদ আত্মসাৎ, ব্যক্তি মালিকানার জমি দখল, সরকারি রাস্তা দখল, সুদের ব্যবসাসহ ঠিকাদারি নিয়ন্ত্রণ সবই করেছেন আওয়ামী লীগের পদ ব্যবহার করে। জানা যায়, বানিয়াচং উপজেলার পুর্বতোপখানা মহল্লার মৃত ছমদু মিয়ার পুত্র হারুন মিয়া। এরশাদ শাসনামলের শেষের দিকে  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বাররা সাগরদিঘী খননের কাজ পেলে সেই কাজের ডিও লেটার ক্রয় করতো হারুন মিয়া। এতে তার প্রচুর লাভ হতো। পরবর্তীতে যখন যে সরকার ক্ষমতায় ছিল সেই সরকারের আজ্ঞাবহ হয়ে সরকারি সুযোগসুবিধা ভাগিয়ে নেয়।

১৯৯৬ সালে প্রয়াত সুরঞ্জিত সেন এমপির হাত ধরে সে আওয়ামীলীগে যোগ দেয়। তখন থেকে সে টিসিবির ডিলার, বিএডিসির সারের ডিলারসহ বিভিন্ন কালোবাজারী ব্যবসা করতে থাকে। কথায় কথায় কসম কাটে বলে তাকে কসম হাজী নামেও চিনে অনেকে। ২০২৪ এর জুলাই আগস্ট আন্দোলনের সময় স্হানীয় ১ নং ইউনিয়ন পরিষদের হল রুমে উপজেলা আওয়ামী লীগ সভাপতি অনুপস্থিত থাকলে হারুন মিয়ার সভাপতিত্বে দলীয় একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিগত ১৬ বছর সে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের মিটিং মিছিলের খরচ বহন করতো। দলীয় কোনো সিনিয়র নেতা বানিয়াচং সাংগঠনিক সফরে আসলে আপ্যায়ন খরচের দায়িত্ব নিতো সে। ক্ষমতাসীন দলের নেতা হওয়ার সুবাদে বিগত সরকারের ১৬ বছরে সরকারি রাস্তা দখল করে বহুতল বিল্ডিং তৈরি, জোর পুর্বক অন্যের জমি দখলে রাখা, সুদের ব্যবসা, বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণসহ নিজস্ব লোকজন দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে রেখেছিলো। তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে একাধিকবার অনেক চেয়ারম্যান মেম্বারকে নির্যাতন করে পত্রিকার শিরোনাম হয়েছে। সুরঞ্জিত সেন এমপির সময়ে বানিয়াচং উপজেলা আবাসিক প্রকৌশলী তার অটোরাইসমিলের বকেয়া বিদ্যুৎ বিল চাওয়ায় লাঞ্চিত হতে হয়েছিল তার সন্ত্রাসীদের হাতে।

দীর্ঘ ২০ বছর বড়বাজার সংলগ্ন আবাসিক এলাকায় অটোরাইসমিল চালু রেখে পরিবেশ দুষন করে এলাকার মানুষের বিভিন্ন রোগব্যাধির কারন সৃষ্টি করেছিল সে। কিছুদিন আগে ভুমিকম্পে তার মালিকানাধীন সোনালী ব্যাংক বিল্ডিংয়ে ফাটল দেখা দিলে সে বিল্ডিং মেরামত না করে শুধু রং করে সেই ফাটল ঢেকে দেয়। এতে যেকোনো সময় বিল্ডিং ধ্বংসে প্রানহানীর আশংকা করছেন এলাকাবাসী। ২০০৪ সালের বন্যার সময় বিল্ডিংটি পশ্চিমদিকে হেলে পড়ে। যা এখনও দৃশ্যমান। সে আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বাজার কমিটির সভাপতি হওয়ার সুবাদে অনেক নিরীহ ব্যবসায়ীকে মিথ্যা অভিযোগ এনে আর্থিক জরিমানা করে সে টাকা পকেটস্ত করতো। এমনকি অনেক ব্যবসায়ীর দোকানে তালা ঝুলানোর রেকর্ডও আছে তার।

তার সোনালী ব্যংক বিল্ডিংয়ের পাশ দিয়ে যাওয়া পানি নিস্কাশনের সরকারি ড্রেনটিও বন্ধ করে দিয়েছে সে। তার জীবনের শুরুটা হয় সুদ ব্যবসা দিয়ে। এখনও তাকে অনেকে সুদখোর হারুন নামে চিনে। ২০০১ সালে এলাকায় আধিপত্য বিস্তারে তার বাহিনীর সদস্যরা অবৈধ অস্ত্র পিস্তল প্রদর্শন করলে অপারেশন ক্লিহার্টের সময় অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। ২০০৪ ইং সনের ২৭ ফেব্রুয়ারি হারুন মিয়ার নেতৃত্বে বড়বাজারের দক্ষিণে রাতের আধারে  সরকারি খাল দখল হয়। পরদিন উর্ধতন কর্তৃপকখের নির্দেশে স্হানীয় প্রশাসন সকল অবৈধ স্হাপনা ভেঙ্গে দেয় এবং নির্মান সামগ্রী আটক করে মামলা দেয়। মামলা নং ২৪ তারিখ ২৭/০২/২০০৪ ইং।ধারা ১৪৩/৪৪৭/৩৭৯/৪২৭/৩৪ দ:বি:।  

২০০৮ এর সংসদ নির্বাচনের সময় এডভোকেট আব্দুল মজিদ খানের পক্ষে প্রচুর টাকা খরচ করে সে। এমপি মজিদ খানের লোক হওয়ায়  বানিয়াচং উপজেলা সদরের সকল ঠিকাদার ছিলো তার হাতে জিম্মি। অতিরিক্ত মুল্যে নির্মান সামগ্রী কিনতে হতো তার রড সিমেন্টের দোকান থেকে। অন্যথায় ঠিকাদারকে পড়তে হতো নানা ঝামেলায়। কৃষি মৌসুমে অতিরিক্ত মুল্যে সার বিক্রি করতো সে।

এ বিষয়ে একাধিকবার পত্রিকার শিরোনাম হয়েছে। বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি হওয়ায় তার বিরুদ্ধে কেউই প্রতিবাদ করতো না। যখন যে এমপি থাকতো সে ছিলো তার ঘনিষ্ঠ। এলকাবাসীর সুত্রে জানা যায়, একসময় সে বড়বাজারে ফুটপাতে আটা বিক্রি করতো। শুধুমাত্র আওয়ামিলীগের প্রভাব খাটিয়ে সে আজ শতকোটি টাকার সম্পদের মালিক। বানিয়াচং বড়বাজারে রয়েছে তার অনেকগুলো দোকান ভিট, হবিগঞ্জ শহরে রয়েছে তার কয়েকটি বহুতল ভবন। সুদী লগ্নি ব্যবসায় রয়েছে কয়েক কোটি টাকা বিনিয়োগ। বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হওয়ার সুবাদে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে দুর্নীতি করে এই বিপুল সম্পদের মালিক হয় সে।

গোয়েন্দাসুত্রে জানা যায়, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মামলার খরচ এবং অন্যান্য আর্থিক সহযোগিতা করে যাচ্ছে হারুন মিয়া। তাছাড়া গোপনে বানিয়াচং আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছে হারুন মিয়া ও তার বড় ছেলে বানিয়াচং উপজেলা যুবলীগের নেতা মো. রাসেল মিয়া।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফের পিএস বিতর্কে আসিফ
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই
কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close