সারা দেশে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ১৯ জনের দেশে করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে ভাইরাসটিতে কারও প্রাণহানি হয়নি। এতে চলতি বছর এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১৯ জনেই স্থির আছে।
বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ৪১২ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ঢাকায় ১২১ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, চট্টগ্রামে ১৯৩ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন, ময়মনসিংহে ২০ জনের নমুনা পরীক্ষায় একজন, রাজশাহীতে ২১ জনের নমুনা পরীক্ষায় একজন ও কুমিল্লায় ১৭ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।
অন্যদিকে চলতি বছরের প্রথম দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত করোনায় ১৯ জন মারা গেছেন। এরমধ্যে ১১ জনই নারী। বাকি ৮ জন পুরুষ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। আর সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে।
কেকে/এজে