ছয় দফা দাবি নিয়ে স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের অংশগ্রহণে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শেখ ছাইদুল হক, পরিচালক (প্রশাসন) ডা. এ.বি.এম আবু হানিফ, সাবেক পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. শাহ আলী আকবর আশরাফী এবং উপ-পরিচালক (হাসপাতাল-১) ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী।
সভায় বক্তারা বলেন, আসন্ন ১২ অক্টোবর শুরু হতে যাওয়া টিসিডি (টিকা দান) ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি। এতে প্রায় ৫ কোটি শিশুকে টিকা প্রদান করা হবে, যা বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম কর্মযজ্ঞগুলোর একটি। তারা আরও বলেন, স্বাস্থ্য সহকারী ছাড়া এ কর্মসূচি বাস্তবায়ন সম্ভব নয়।
এ সময় মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তার আন্তরিক প্রচেষ্টা ও আশ্বাসে নেতৃবৃন্দ আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেন। তারা বলেন, জাতীয় বৃহত্তর স্বার্থে টিসিডি ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হলো। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে।
তারা আশা প্রকাশ করেন, যৌক্তিক দাবি আদায়ে কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে। ভবিষ্যতে দাবির অগ্রগতি পর্যালোচনার ভিত্তিতে আন্দোলনের পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে।
সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সচিব, বিশেষ সহকারী ও উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় উত্থাপিত ছয়টি দাবি হলো—
১. নিয়োগবিধি সংশোধন
২. শিক্ষাগত যোগ্যতায় স্নাতক/সমমান সংযোজন
৩. স্বাস্থ্য সহকারীকে ১৪, সহকারী স্বাস্থ্য পরিদর্শককে ১৩ এবং স্বাস্থ্য পরিদর্শককে ১২তম গ্রেড প্রদান
৪. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ
৫. টেকনিক্যাল পদমর্যাদা প্রদান
৬. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান
কেকে/ আরআই