ভূমিকম্পের মাত্রা অনুযায়ী হতাহতের সংখ্যা বেশি হয়েছে বলে মনে করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ভূমিকম্পের উৎপত্তিস্থল কাছাকাছি হওয়ায় এমনটা হয়ে থাকতে পারে বলে ধারণা তার।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হতাহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় নূরজাহান বেগম বলেন, ‘ভূমিকম্পের মাত্রা অনুযায়ী হতাহতের সংখ্যা কিছুটা বেশি হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল কাছাকাছি হওয়ায় এমনটা হয়ে থাকতে পারে।’
‘ভূমিকম্পের সময় গুরুতর আহত কয়েকজনকে নরসিংদী থেকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত আরেকজনের চিকিৎসা চলছে। আহতদের বেশিরভাগেরই ‘প্যানিক অ্যাটাক’ হয়েছে।’
আহতদের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয় সে বিষয়ে সরকারি হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান নূরজাহান বেগম।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। দেশের বিভিন্ন স্থান থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। কয়েকজন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন বহু মানুষ। হেলে পড়েছে কয়েকটি ভবন।
কেকে/এমএ