চার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)’ ও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘ডিবেট কম্পিটিশন-২০২৫’। স্যানেটারি ন্যাপকিন ‘মোনালিসা’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ চ্যাম্পিয়ন এবং সরকার ও রাজনীতি বিভাগ রানার্সআপ হয়।
গত ২২ থেকে ২৫ জুন পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগ অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে আইন বিভাগ ও সরকার ও রাজনীতি বিভাগের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়, যেখানে মাত্র ২ পয়েন্টের ব্যবধানে জয় পায় আইন বিভাগ।
ছবি : সংগৃহীত
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ-ই-আলম, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান এবং বসুন্ধরা গ্রুপের সেক্টর-সি’র এজিএম মো. কারিমুল আরাফাত।
ছবি : সংগৃহীত
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুসাবের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহফুজ জাকারিয়া এবং সদস্য ইঞ্জিনিয়ার ফাহমিদুর রহমান অনি।