জয়পুরহাট থেকে ভাতিজার মোটরসাইকেলে বাড়িতে পাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে ফুফু নুর বানু (৪৫) নিহত হয়েছে।
বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়কে কালাই উপজেলার মোলামগাড়ীহাটের অদূরে বামনগ্রাম মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় মোটরসাইকেল চালক নিহতের ভাতিজা সৌরভ (২১) আহত হয়েছে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
নিহত নুর বানু বগুড়া সদরের রজাকপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। আহত সৌরভ নিহতের ভাতিজা একই জেলার শিবগঞ্জ উপজেলার কানতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।
হতাহতের পরিবারের বরাত দিয়ে ওসি জাহিদ হোসেন জানান, ভাতিজা সৌরভের মোটরসাইকেলের পিছনে বসে নিহত নুর বানু জয়পুরহাট শহর থেকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়ক হয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে কালাই উপজেলার মোলামগাড়ীহাটের অদূরে বামনগ্রাম মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় তারা মোটরসাইকেল নিয়ে পাকা সড়কের ওপরে পড়ে গেলে ঘটনাস্থলেই নুর বানু মারা যায় এবং মোটরসাইকেল চালক সৌরভ গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা আহত সৌরভকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, ওই ঘটনার পর ট্রাক নিয়ে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তবে ট্রাকের মালিক, চালক ও সহকারীর নাম ঠিকানা পুলিশ সংগ্রহ করেছে। এখন পর্যন্ত নিহতের পরিবার ওই ঘটনায় অভিযোগ করেনি। লাশ ঘটনাস্থল থেকেই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএস