নওগাঁর পোরশায় আম বহনকারী ট্রাকের ধাক্কায় মর্জিনা (৫২) নামের এক পরিবার পরিকল্পনা সহকারী নিহত হয়েছেন। তিনি উপজেলার পলাশবাড়ী গ্রামের জুলফিকার আলি ভুট্টুর স্ত্রী ও পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত ছিলেন।
এ সময় সারাইগাছী বাজারের দিক থেকে আসা একটি আমভর্তি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।