শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে এবার একাদশে ২ পরিবর্তন এসেছে। দীর্ঘদিন পর একাদশে যুক্ত হয়েছেন এবাদত হোসেন।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। গলে খেলতে পারেননি জ্বরের কারণে। কলম্বো টেস্টের আগেই সেরে উঠেছিলেন। গতকাল মঙ্গলবার ছিলেন অনুশীলনেও। আজ আছেন শুরুর একাদশে। তাকে জায়গা দিতে গিয়ে একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক। এছাড়া ইনজুরির জন্য দল থেকে বাদ পড়েছেন হাসান মাহমুদও।
আগের ম্যাচ থেকে এদিন দুই পরিবর্তন আসছে শ্রীলঙ্কা দলে সেটা নিশ্চিতই ছিল। অ্যাঞ্জেলো ম্যাথিউসের ক্যারিয়ার শেষ হয়েছে গলে। আর মিলান রত্নায়েকে পড়েছেন ইনজুরিতে। ম্যাথিউসের বদলি হিসেবে এসেছেন সোনাল দিনুশা। ম্যাচের আগে কুশাল মেন্ডিসের কাছ থেকে টেস্ট ক্যাপ পেয়েছেন তিনি। ৬ নম্বর পজিশনে তিনিই থাকছেন।
আর মিলান রত্নায়েকের বদলে এসেছেন বিশ্ব ফার্নান্দো। কলম্বোতে শ্রীলঙ্কা পেস বিভাগেই জোর দিচ্ছে, তা কিছুটা অনুমেয়।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা, এবাদত হোসেন।
শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস, সোনাল দিনুশা, থারিন্ডু রত্নায়েকে, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো।
কেকে/এআর