চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
সোমবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
মৃতরা হলেন—কাজী আব্দুল আউয়াল (৮০) ও রাবেয়া খাতুন (৯৫)। কাজী আবদুল আউয়ালের বাড়ি নোয়াখালী জেলায় এবং রাবেয়া খাতুন থাকতেন চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার এলাকায়। দুজনই নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। তাদের বেডশোর হয়ে গিয়েছিল।
এর আগে করোনা আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে গত ছয় দিনে মোট ছয়জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন বলেন, সর্বশেষ মারা যাওয়া ওই দুই রোগী চট্টগ্রাম নগরের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার (২২ জুন) বিকালে তাদের মৃত্যু হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের করোনার দৈনিক প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে আরো চারজন।
এরমধ্যে নগরে তিনজন ও জেলায় একজন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭৮ জন। এর মধ্যে নগরে ৬৯ জন ও জেলায় নয়জন। এ পর্যন্ত করোনায় মারা যাওয়া ছয়জনের মধ্যে নগরে তিনজন ও জেলার বাসিন্দা তিনজন।
উল্লেখ্য, চট্টগ্রামে গত ৪ জুন প্রথম করোনা শনাক্ত হয়েছিল। আর প্রথম মৃত্যু হয় গত ১৬ জুন। ১৬ জুন থেকে ২১ জুন পর্যন্ত ছয়দিনে ছয়জনের মৃত্যু হয়েছে।
কেকে/এএম