লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল টান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স আন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী এক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) উপজেলা শহিদ আফজাল মিলনায়তনে পাটগ্রাম উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল গাফফারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ ড.সাইখুল আরিফিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ অশোক কুমার রায়, পাটগ্রাম উপজেলা সমবায় অফিসার আবুজ উদ্দিন, উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোতারুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার সেলিনা পারভীন, প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষক,সাংবাদিক, কৃষি সম্প্রসারণ বিভাগের কৃষি উপসহকারী কর্মকর্তা, কৃষকসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
কেকে/এএস